এজন্যই

 

আমি তাকে ভালোবাসি
এবং তাকেই ভালোবেসে যাবো।
সে ঘৃণা করুক,মূল্য না দিক কিংবা
অবহেলা করে ছুঁড়ে ফেলুক।
তার জন্য আমি সারাজীবন অপেক্ষা করবো।
সে ছাড়া আর কারো সাথে কথা বলবো না।
সারাজীবন তাকেই ভালোবাসবো।
প্লীজ স্টপ!
এমন ভালোবেসে না,
আপনি সত্যিকারের প্রেমিক হতে পারবেন।
বুকে হাত দিয়ে বলতে পারবেন,
আপনি সম্পর্কে অনেক লয়্যাল ছিলেন।
কিন্ত মনের মধ্যে কখনোই প্রশান্তি পাবেন না।
সত্যিকারের ভালোবাসা না পাওয়ার কষ্ট,
প্রতিনিয়ত আপনাকে যন্ত্রণা দিবে।
যে মানুষটাকে আপনি এত ভালোবাসলেন,
সেই মানুষটাই আপনাকে ছেড়ে চলে গেল।
এই দুঃখবোধটা আপনাকে তাড়া করে বেড়াবে।
তাই একটা মানুষকে ঠিক ততটুকুই গুরুত্ব দিন,
যতটা আপনি তার কাছে গুরুত্বপূর্ণ।
মানুষটাকে ঠিক ততটাই ভালোবাসা দেখান,
যতটা সে আপনাকে বাসে।
এতে যদি মাঝপথে থেমে যেতে হয় তো থেমে যান।
প্লীজ মুভ অন ইউরসেল্ফ।
যে মানুষটা আপনাকে ভালোই বাসে না,
তার জন্য কেন কষ্ট পাবেন?
তার জন্যই বা কেন এত অপেক্ষা,
এত মন খারাপী?
সত্যিকারের ভালোবাসা পাওয়ার অধিকার আমাদের সবারই আছে।
পৃথিবীতে অনেকেই আপনাকে ভালোবাসবে,
কিন্তু মানসিক শান্তি আপনি সবার কাছে পাবেন না।
সত্যিকারের ভালোবাসাও সবাই আপনাকে দিবে না।
তাই সঠিক মানুষটাকে কিন্তু আপনাকেই খুঁজে নিতে হবে
এবং লয়্যালিটি তার সাথেই দেখান।
দিনশেষে ভালো থাকবেন।
কারণ একটা সঠিক মানুষ আপনাকে কখনোই অবহেলা করবে না।
আপনার মতামতকে গুরুত্ব দিবে।
আপনি যে অবস্থাতেই থাকেন না কেন,
আপনার জন্য তার অনুভূতি কখনোই ফুরিয়ে যাবে না,
ভালোবাসার কমতি হবে না।
আপনার ভালো এবং খারাপ সময়ে আপনাকে সমানে সাপোর্ট করে যাবে।
আপনার সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধানের চেষ্টা করবে।
পরিশেষে ভালোবাসায় আগলে রাখবে।

Comments

Popular Posts